নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. হেলাল তালুকদারের মরহুম পিতা শাহজাহান তালুকদারের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ মঙ্গলবার বিকেলে রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদ মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় হেলাল তালুকদার কান্নাজড়িত কন্ঠে জানান, বিগত স্বৈরাশাসক শেখ হাসিনার আমলে তিনি তার বাবার জন্য কোন দোয়া ও মিলাদ মাহফিল করতে পারেননি। তাকে বিভিন্ন হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়নি। স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন আফাজ, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, মহানগর সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু, মতিউর রহমান মতি, কামরুল হাসান আকরাম, দেওয়ান মোঃ নাজিম উদ্দীন, মিন্নত আলী, আব্দুস সালাম, শাহজালাল, আনোয়ার হোসেন জমিদার, শাহাজাহান আলী, দেলোয়ার হোসেন সবুজ, উত্তরা পদর্ব থানা বিএনপি যুগ্ম আহবায়ক আমিনুল হক, বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক যুগ্ম আহবায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, দক্ষিণখান থানাধীন ৪৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আল আমিন সরকার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল, ৪৮ নং ওয়ার্ড সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না, ৫০ নং ওয়ার্ডের সভাপতি সালাউদ্দিন খান লিটন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, থানা আহবায়ক কমিটির সদস্য সেলিম রেজা, হারুনুর রশিদ ভুট্টো, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এসএ খোকনসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available