• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই চৈত্র ১৪৩১ দুপুর ০২:৩৭:২৬ (21-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই চৈত্র ১৪৩১ দুপুর ০২:৩৭:২৬ (21-Mar-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

রাজধানীর উত্তরখান-দক্ষিণখানে র‍্যাবের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

২০ মার্চ ২০২৫ রাত ১১:৩৮:৪৯

রাজধানীর উত্তরখান-দক্ষিণখানে র‍্যাবের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: উত্তরা র‍্যাব-১ এর উদ্যোগে রাজধানীর উত্তরখান ও দক্ষিণখানের কয়েকটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বেকারি পরিচালনায় নানান অসঙ্গতির জন্য ৩টি প্রতিষ্ঠানকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

২০ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তেজগাও বিএসটিআইয়ের পরিদর্শক তরিকুল ইসলাম সুমন উপস্থিত ছিলেন। 

এ সময় ডিএমপি দক্ষিণখান থানাধীন মদিনা বেকারি, সুমাইয়া বেকারি ও উত্তরখান থানাধীন নিউ রাজধানী বেকারিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট মো: আবু হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা মোতাবেক মদিনা বেকারিকে ৫০ হাজার টাকা, নিউ রাজধানী বেকারিকে ৫০ হাজার টাকা ও বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক দোষী প্রতিষ্ঠান সুমাইয়া বেকারিকে ১ লক্ষ টাকাসহ সর্বমোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এসময় র‍্যাব কর্মকর্তারা  জানান, বর্ণিত ফ্যাক্টরি গুলোতে ক্ষতিকারক ফুড কালার এবং কেমিক্যাল ব্যবহার করা হয়, যা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করে ধ্বংস করা হয়।  একইসাথে ভবিষ্যতে এরকম অসঙ্গতি পরিলক্ষিত হলে উক্ত ফ্যাক্টরি বন্ধ করা হবে বলে তাদের সতর্ক করা হয়।

তারা জানান, সিয়াম সাধনার পবিত্র মাসে জনসাধারণ ও ভোক্তার অধিকার নিশ্চিতে র‌্যাব ইতোপূর্বে খাদ্যদ্রব্যে ভেজাল ও লাইসেন্সবিহীন দ্রব্য বাজারজাত করার জন্য জনস্বার্থে দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনেছে। ডিএমপি, ঢাকার বেশ কিছু খাদ্যপণ্য এবং বেকারি ফ্যাক্টরী  কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত অবৈধ মালামাল বাজারজাত করে মানবজীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিয়েছে।  এ সকল প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব একটি বিশেষ দল গঠন করে দীর্ঘদিন গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজানে কখন চিয়া সিড খাওয়া সবচেয়ে উপকারী
২১ মার্চ ২০২৫ দুপুর ১২:৪১:২৭