• ঢাকা
  • |
  • রবিবার ৯ই চৈত্র ১৪৩১ সকাল ১০:০৯:৪৮ (23-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই চৈত্র ১৪৩১ সকাল ১০:০৯:৪৮ (23-Mar-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

পঞ্চগড়ের সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

২১ মার্চ ২০২৫ সকাল ১১:৩৯:৫২

পঞ্চগড়ের সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ে ২০২২ সালে সংঘটিত একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সাদ্দামকে (৩২) গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।

২০ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশের ডিবি টিম তাকে গ্রেফতার করে।

জানা যায়, গ্রেফতার হওয়া মো. সাদ্দাম ২০২২ সালে পঞ্চগড় সদর থানায় সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণ মামলা নং ০৫(০৪)২২ এর অন্যতম পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানায়, ২০২২ সালে ঘটনার পরপরই পঞ্চগড় থেকে ঢাকায় পালিয়ে আসেন। এরপর থেকে ৩ বছর ধরে ঢাকাতেই আত্মগোপনে ছিলেন।

পঞ্চগড় আদালতে তার বিরুদ্ধে গণধর্ষণ মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পঞ্চগড় আদালতে তার বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বেদখলে থাকা সওজ'র ৩২ শতাংশ জমি উদ্ধার
২৩ মার্চ ২০২৫ সকাল ০৯:৫১:২১