• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই চৈত্র ১৪৩১ রাত ০২:০৩:১১ (30-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই চৈত্র ১৪৩১ রাত ০২:০৩:১১ (30-Mar-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

উত্তরায় নিম্ন আয়ের মানুষের মাঝে আফাজ উদ্দিনের মাসব্যাপী ইফতার বিতরণ

২৬ মার্চ ২০২৫ দুপুর ০১:১০:৫৪

উত্তরায় নিম্ন আয়ের মানুষের মাঝে আফাজ উদ্দিনের মাসব্যাপী ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম-আহ্বায়ক আফাজ উদ্দিনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের পুরো মাসব্যাপি পথচারী রোজাদার ও নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আফাজ উদ্দিন জানান, বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রহমত, বরকত ও মাগফিরাত মাস মাহে রমজানজুড়ে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছেন তারা। তাদের এই কর্মসূচি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে।

বিএনপি নেতা আফাজ উদ্দিনের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সে সাথে ইফতার নিতে আসা রোজাদাদের মুখে আনন্দের ছাপ দেখা যায়।

এ সময় তারা বলেন, রোজা রেখে ও সারাদিন কাজ করেন তারা। কাজ শেষ করে বাসায় যেতে যেতে ইফতারের সময় হয়ে যায়। প্রতিদিন ১০০/১২০ টাকা দিয়ে ইফতার কিনে ও খেতে পারে না। আয় অনুযায়ী সেই সক্ষমতা ও তাদের নেই।

তারা আরো বলেন, বিএনপি নেতা আফাজ ভাইয়ের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকায় মাহে রমজানে তারা সময় মতো ইফতার খেতে পারছে।

মানবিক নেতা আফাজ উদ্দিন বলেন, মহতী এ কাজে উত্তরা জুড়ে তাদের ৭টি টিম কাজ করেছে। সেখানে প্রায় দুই শতাধিক নেতা কর্মী পুরো মাস কাজ করার প্রত্যয় নিয়ে এ পর্যন্ত বিভিন্ন স্পটে কাজ করে আসছে।

তাদের এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে ঈদের আগ পর্যন্ত চলমান থাকবে বলে জানান আফাজ উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে বিএনপির ঈদ উপহার বিতরণ
২৯ মার্চ ২০২৫ রাত ০৯:৫৯:০৭




সংস্কার করবে নির্বাচিত সরকার: রিজভী
২৯ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৪৪:৫৭


রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল
২৯ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:২২:০৭


ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
২৯ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৩৫:৪০



PrevNext
March 2025
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031