• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:৪০:০১ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:৪০:০১ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

সমন্বয়ক-উপদেষ্টাদের সুবিধা নেওয়ার বিষয়টি মিথ্যা: হোটেল ইন্টারকন্টিনেন্টাল

৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯:০৪

সমন্বয়ক-উপদেষ্টাদের সুবিধা নেওয়ার বিষয়টি মিথ্যা: হোটেল ইন্টারকন্টিনেন্টাল

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা হোটেল সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে। এসব খবরে দাবি করা হয়েছিল যে, বর্তমান সরকারের উপদেষ্টাসহ প্রাক্তন ছাত্র সমন্বয়কদের জন্য হোটেলটি বিনামূল্যে রুম ও অন্যান্য সেবাসমূহ প্রদান করছে।

আরও দাবি করা হয়েছিল, ঢাকার শাহবাগে অবস্থিত পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল গত ছয় মাসে ৫০০ কোটি টাকারও বেশি লোকসান করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, বর্তমান সরকারের উপদেষ্টারা এবং প্রাক্তন ছাত্র সমন্বয়করা হোটেলের ১০টি রুম দীর্ঘ সময় ধরে দখল করে রেখেছেন, যা হোটেলের আয় হ্রাসের অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়। এছাড়াও, প্রতিবেদনে দাবি করা হয় যে, এই কক্ষগুলোর জন্য কোনো ভাড়া প্রদান করা হয়নি এবং খাবার ও পানীয়ের বিলও পরিশোধ করা হয়নি।

এ সংবাদের পরিপ্রেক্ষিতে হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে, এ ধরনের কোনো সুবিধা প্রদান করা হয়নি এবং এসব গুজব শুধু হোটেলের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকতার নীতিমালা অনুসারে সংবাদ প্রকাশের আগে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া উচিত ছিল। কিন্তু সংশ্লিষ্ট গণমাধ্যম তা না করেই ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে, যা অত্যন্ত দুঃখজনক।

ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা এই ধরনের মানহানিকর তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে এবং দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে।

হোটেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬