• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:১৩:১৩ (18-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:১৩:১৩ (18-Apr-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুই চাঁদাবাজ নিহত

১০ এপ্রিল ২০২৫ সকাল ১০:৫৭:৪৯

রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুই চাঁদাবাজ নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজারে গণধোলাইয়ে মাসুদ ও নাদিম নামে দুই চাঁদাবাজ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন।

৯ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুজন আহত হয়। আহতরা হলেন- রিকশা চালক নুর মোহাম্মদ (৩০) ও চা বিক্রেত মনির হোসেন (৩৫)। গণধোলাইয়ে নিহতরা হলো নাদিম (৩৫) ও মাসুদ (৩০); আহত হয় সোহাগ (২৮)।

গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে চাঁদাবাজরা চা দোকানী নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা দাবি করে। কিন্তু চাঁদা না দেয়ায় তারা নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে। এসময় মাসুদের স্ত্রী বাধা দিতে এলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা।

ওই ঘটনায় নুর মোহাম্মদ মামলা করলে, এর প্রতিশোধ হিসেবে তার উপর বুধবার রাতে আবার হামলা করে তারা। নুর মোহাম্মদকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিল। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ফরিদপুরে ভুয়া মেজর গ্রেফতার
১৮ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩২:১৫