• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩১ রাত ০১:১০:৫৪ (13-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩১ রাত ০১:১০:৫৪ (13-Apr-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

জাপানি তোশিবা টিভি এখন বেস্ট ইলেকট্রনিক্সে

১২ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৪৭:৪২

জাপানি তোশিবা টিভি এখন বেস্ট ইলেকট্রনিক্সে

নিজস্ব প্রতিবেদক: বিনোদনের জন্য টিভি একটি অন্যতম মাধ্যম। তবে আজকের এই আধুনিক যুগে টিভি হওয়া চাই স্মার্ট এবং অত্যাধুনিক। আর এই টিভি যদি হয় জাপানের বিখ্যাত তোশিবা টিভি তাহলেতো আর কথাই নেই। এখন থেকে তোশিবার এই গুগোল টিভি গুলো পাওয়া যাবে বেস্ট ইলেকট্রনিক্স-এর প্রতিটি শোরুমে।

রাজধানীর অভিজাত একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই ঘোষণাটি দেয়া হয়। বেস্ট ইলেকট্রনিক্স এর ম্যানেজিং ডিরেক্টর- সৈয়দ তাহমিদ জামান রাশিক এই ঘোষনা দেন। বেস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান- সৈয়দ আসাদুজ্জামান, হেড অব বিজনেস- মারজুমান রহমান।

এই উদ্যোগ সম্পর্কে বেস্ট ইলেকট্রনিক্স এর ম্যানেজিং ডিরেক্টর- সৈয়দ তাহমিদ জামান রাশিক উপস্থিত সবাইকে বলেন, ‘আমরা ২০১৩ সাল থেকে তোশিবা টিভি বিক্রি করছি। এটি একটি স্বনামধন্য ও নির্ভরযোগ্য জাপানি ব্র্যান্ড। তোশিবা টিভির অত্যাধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইনের কারনে আমাদের সেলস টিম এই ব্র্যান্ড নিয়ে খুব আত্মবিশ্বাসী এবং গ্রাহকদের কাছ থেকেও আমরা ভালো রেসপন্স পাচ্ছি। আমরা র‍্যানকন ইনেকট্রনিক্স এর সঙ্গে যৌথভাবে কাজ করছি কারণ র‍্যানকন ইলেক্ট্রনিক্স এর রয়েছে বাংলাদেশের অন্যতম আধুনিক টেলিভিশন ফ্যাক্টরি, আর আমাদের রয়েছে সারা দেশব্যাপী বিস্তৃত রিটেইল নেটওয়ার্ক। বেস্ট ইলেক্ট্রনিক্স এবং র‍্যানকন ইলেক্ট্রনিক্স এর এই যৌথ উদ্যোগের মাধ্যমে ক্রেতাদের জন্য নিশ্চিত হবে সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা এবং বিশ্বমানের পণ্য।’

র‍্যানকন ইলেকট্রনিক্স এর ডিভিশনাল ডিরেক্টর ঈয়ামিন শরীফ চৌধুরী সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিশ্বব্যাপী জাপানি তোশিবা টিভি প্রযুক্তির শ্রেষ্ঠত্ব এবং গুণগত মানের জন্য একটি বিশ্বস্ত নাম। র‍্যানকন ইলেকট্রনিক্স এর লক্ষ্য হচ্ছে বাংলাদেশে সেই একই আন্তর্জাতিক মান নিশ্চিত করা, যাতে দেশের প্রতিটি গ্রাহক সাশ্রয়ী মূল্যে তোশিবার প্রিমিয়াম স্মার্ট গুগোল টিভি ব্যবহার করতে পারেন।’

র‍্যানকন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও- এ কে এম তৌহিদুর রহমান, সিওও- সামির মোহাম্মদ সালেহসহ অন্যান্য কর্মকর্তারা।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ