নিজস্ব প্রতিবেদক: উত্তরা বিএনপির পক্ষ থেকে পহেলা বৈশাখ বরণ ও আনন্দপূর্ণ নববর্ষ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল সোমবার দিনব্যপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের তত্বাবধানে ও যুগ্ন আহ্বায়ক আফাজ উদ্দিনের সার্বিক সহযোগিতায় পহেলা বৈশাখের প্রথম দিনকে স্বাগত জানিয়ে একটি আনন্দপূর্ণ নববর্ষ র্যালী করা হয়।
এসময় র্যালীতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উত্তরায় জমজম টাওয়ার থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আজমপুর ও হাউস বিল্ডিং এসে শেষ হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোস্তফা জামান বলেন নতুন বছরে আমাদের দলে কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্য থাকতে পারবে না। আমরা বিএনপি এগুলো শক্ত হাতে দমন করবো। কেউ যদি দলের বদনাম করে আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মো. আফাজ উদ্দিনসহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available