নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগকে নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি ও তুলেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন।
১৬ এপ্রিল বুধবার সকাল থেকে কর্মীসভা সফল করতে থানা ও বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে যোগ দেন নেতাকর্মীরা। সভাস্থল কানায় কানায় ভরপুর হয়ে উঠে। মুহূর্তের মধ্যে প্রকৃতির সাড়ায় ঝুম বৃষ্টি শুরু হয় কিন্তু থেমে থাকেনি তাদের কর্মীসভায়। বৃষ্টি উপেক্ষা করে চলে পুরো অনুষ্ঠান। এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন আহমেদ জ্বালাময়ী বক্তব্য তুলে ধরেন।
তিনি বলেন, ১৭ বছরে অনেক সহযোদ্ধারা জীবন দিয়েছে, আগামীতে দলকে শক্তিশালী করতে আবারও জীবন দিতে প্রস্তুত রয়েছি আমরা। দলের খারাপ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে ছিল। ৫ আগস্টের ২৪-এর পর ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রশাসন ছাত্রলীগকে গ্রেফতার করছে না। ছাত্রলীগকে নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি ও তুলেন এই ছাত্রনেতা।
তার দেয়া ‘ছাত্রদল ডাকছে তারেক রহমান আসছে’ স্লোগানে প্রকম্পিত হয় পুরো সভাস্থল।
সালাহউদ্দিন বলেন, বিগত বছরে অনেক সহযোদ্ধারা জীবন দিয়েছে , আগামীতে দলকে শক্তিশালী করতে প্রয়োজন হলে আবারও আমরা জীবন দিতে প্রস্তুত।
রাষ্ট্র সংস্কারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়ন ও তৃণমূলের নেতাকর্মীদের বেগবান করতে উত্তরা পশ্চিম থানা ও ১ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বৃষ্টিতে ভিজে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে উত্তরার শহীদ মীর মুগ্ধ মঞ্চে কর্মীসভায় উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি শামছুল আলম খান সোয়েব সভাপতিত্বে ও পশ্চিম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন।
কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবিউল আওয়াল ভূইয়া রবি, সিনিয়র সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, সাগর বাবু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, মেহেদী হাসান মিম, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, সহ-সভাপতি ইমরান খান সনি।
আরও উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানার সকলের পরিচিত ছাত্রনেতা রায়ান চৌধুরী এবং তার সহযোদ্ধা ইয়ামিন সোয়েব, সাব্বির হোসেন রানা, রিদওয়ান চৌধুরী শাওন, আবরার জাহিদসহ উত্তরা পশ্চিম থানার আওতাধীন ১ নং ওয়ার্ড ছাত্রনেতা মো: আল-আমিন এবং উত্তরা পশ্চিম থানা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available