• ঢাকা
  • |
  • সোমবার ৮ই বৈশাখ ১৪৩২ রাত ১০:১৫:২৫ (21-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৮ই বৈশাখ ১৪৩২ রাত ১০:১৫:২৫ (21-Apr-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

বাংলাদেশে গবেষণায় আগ্রহী তরুণদের জন্য এক নতুন যাত্রা ওয়াইআরডিপি

২১ এপ্রিল ২০২৫ রাত ০৮:২৩:১৯

বাংলাদেশে গবেষণায় আগ্রহী তরুণদের জন্য এক নতুন যাত্রা ওয়াইআরডিপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গবেষণায় আগ্রহী তরুণদের জন্য এক নতুন যাত্রা ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ওয়াইআরডিপি)। ২১ এপ্রিল রাজধানীর গুলশানে টপ স্কলার সোসাইটিজ অফ বাংলাদেশের (টিএসএসবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

ওয়াইআরডিপি হলো একটি বিশেষ ও পরিকল্পিত উদ্যোগ, যা পরিচালনা করছে টিএসএসবি এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাব (আইওজেএইচ)। এই প্রোগ্রামটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে-কলমে গবেষণা শেখানোর জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা বাস্তব জীবনের সমস্যা নিয়ে গবেষণা করতে পারে এবং নিজেদের দক্ষতা বাড়াতে পারে।

এই উদ্যোগটি এসেছে একটি জরিপের ফলাফল থেকে, যা টিএসএসবি পরিচালনা করেছিল। তারা দেশের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে জানতে পারে যে, অনেক শিক্ষার্থী গবেষণা করতে চায়, কিন্তু সঠিক গাইড বা মেন্টর পায় না। বিশ্ববিদ্যালয়ের আগ্রহ থাকলেও সঠিক কাঠামো বা প্রোগ্রাম নেই। অনেক ভালো আইডিয়া হারিয়ে যায়, কারণ তরুণদের জানার কেউ থাকে না। গবেষণার জন্য অর্থ না থাকায় অনেকেই গবেষণা করতে পারে না।

এই সমস্যাগুলোর সমাধান দিতেই তৈরি হয়েছে ওয়াইআরডিপি। এই প্রোগ্রামের অধীনে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১,০০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নির্বাচিত হবে। তাদের ১০ জন করে ১০০টি দলে ভাগ করা হবে। প্রতিটি দল একটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে গবেষণা করবে। বিষয়গুলো শিক্ষার্থীদের আগ্রহ ও দেশের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া হবে। এই প্রোগ্রামের বিশেষ দিক হলো একজন শিক্ষার্থী যিনি গবেষণা সম্পর্কে কিছুই জানেন না, তিনিও ধাপে ধাপে শেখার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ তৈরি ও প্রকাশ করতে পারবেন। প্রশিক্ষণ হবে অনলাইনে এবং অফলাইনে তাতে সময় ও স্থানের সুবিধা মিলবে, আর মূল কর্মশালা হবে আইওজেএইচ অফিসে সরাসরি। এতে শিক্ষার্থীরা মেন্টরদের কাছ থেকে হাতেকলমে শিখতে পারবে।

প্রতিটি দলকে গাইড করবেন দেশের সেরা গবেষকগণ। তাদের মধ্যে আইওজেএইচ’র চিফ অ্যাডভাইজার ড. প্রফুল সি. সরকার, প্রতিষ্ঠাতা মো. কারিউল ইসলাম, ডিরেক্টর ড. তৃণা ইসলাম অন্যতম। এছাড়া আছেন ড. আফতাব উদ্দিন, প্রফেসর ড. গোলাম হোসেন, ড. মো. ইকবাল হোসেন, প্রফেসর মো. খুরশেদ আলী মিয়া প্রমুখ।

তারা গবেষণার প্রতিটি ধাপে শিক্ষার্থীদের পাশে থাকবেন বিষয় নির্বাচন থেকে শুরু করে রিসার্চ ডিজাইন, ডেটা সংগ্রহ, বিশ্লেষণ, রিপোর্ট লেখা এবং রেফারেন্স ব্যবহার পর্যন্ত। সবগুলো গবেষণা প্রতিবেদন এসএসবি গ্লোবাল একাডেমিক জার্নাল প্রকাশিত হবে। কোনো গবেষণা যদি খুব ভালো মানের হয়, তাহলে আইওজেএইচ তা আন্তর্জাতিক মানের জার্নালেও প্রকাশের জন্য সাহায্য করবে।

সবচেয়ে দারুণ বিষয় হলো, এই পুরো প্রোগ্রামটি শিক্ষার্থীদের জন্য একেবারেই বিনামূল্যে। আইওজেএইচ সম্পূর্ণভাবে এটি ফান্ড করছে। ইয়াং রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুধু একটা প্রশিক্ষণ কোর্স নয়, এটা একটা আন্দোলন। আমরা চাই বাংলাদেশে গবেষণাকে একটি সংস্কৃতিতে পরিণত করতে। আইওজেএইচ ইতোমধ্যেই ১০ হাজারের বেশি গবেষককে সহায়তা করেছে, ১০+ ক্লিনিকাল ট্রায়ালে অংশ নিয়েছে এবং ১২টি একাডেমিক জার্নাল পরিচালনা করছে। এই উদ্যোগের মাধ্যমে আইওজেএইচ এগিয়ে যাচ্ছে তাদের মূল লক্ষ্যের দিকে গবেষণার মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করা এবং একটি সুসংগঠিত একাডেমিক ভবিষ্যৎ গড়া।

সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. কারিউল ইসলাম, ডিরেক্টর ড. তৃণা ইসলাম ও রিসার্চ এসোসিয়েট বাকিবিল্লাহ কথা বলেছেন। এছাড়াও উপস্থিত ছিলেন, আইওজেএইচ’র জার্নাল ব্যবস্থাপনা বিভাগের প্রধান কাজী ফয়সাল আলম, ম্যানজোর সুরাইয়া ইয়াসমিন, গবেষণা সহযোগী এহসান আহমদে, পরিসংখ্যানবিদ হাসনাইন ইমতিয়াজ ও গবেষণা সহযোগী হাসান জাফরে শোভন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু গ্রেফতার
২১ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:২১:৫৩