নিজস্ব প্রতিবেদক: দ্রুত গতিতে অসুস্থ রোগীদের সেবায় পৌঁছে দিতে মুহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদারের নিকট ৮ হুইল চেয়ার হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মো আমিনুল হক, সদস্য সচিব আলহাজ্ব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মো. আফাজ উদ্দিন, হলি ফ্যামিলি হাসপাতালের উপপরিচালক ডা. মাসুদ আক্তার জিতু, মুহাম্মদ ফাউন্ডেশন চেয়ারম্যান ফারিহা তাসলিম প্রমুখ।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মো আমিনুল হক বলেন, বিএনপি সবসময় ভালো কাজের পাশে থাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় ভালো কাজকে উৎসাহিত করি। তাই মুহাম্মদ ফাউন্ডেশনের আয়োজকদের ধন্যবাদ জানাই।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোস্তফা জামান বলেন, মুহাম্মদ ফাউন্ডেশন দেশের স্বাস্থ্যসেবায় এক মহৎ ভূমিকা রাখছে, যা সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিচ্ছে। আমরা মুহাম্মদ ফাউন্ডেশনের পাশে সবসময় থাকবো।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মো. আফাজ উদ্দিন বলেন, মুহাম্মাদ এই হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্মের ৭ দিন পর মারা যায়। আজকে মুহাম্মদের ৮ম জন্মদিন। তাই মুহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইপ চেয়ার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসময় মুহাম্মদ ফাউন্ডেশন চেয়ারম্যান ফারিয়া তাসলিম বলেন, সমাজের মানবিক বিষয়গুলো নিয়ে মানবকল্যাণে কাজ করাই মুহাম্মদ ফাউন্ডেশনের মুল লক্ষ্য। আগামীদিনে মুহাম্মদ ফাউন্ডেশন মানবতার পক্ষে কাজ করবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানার সিনিয়র নেতৃবৃন্দ ও ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available