নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ১৭ জুলাই সোমবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে কাগজের ব্যালটে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। তাদের মধ্যে ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন পুরুষ ও ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন নারী ভোটার।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮জন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির লাঙল প্রতীকের সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের ছড়ি প্রতীকে মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একতারা প্রতীকে মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ঢাকা-১৭ আসন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নং ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। এ উপনির্বাচনে সাধারণ কেন্দ্রে ১৯ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র পাহারায় ২১ জনের পুলিশ ও আনসারের সমন্বয়ে ফোর্স নিয়োজিত রয়েছে। তারা দায়িত্ব পালন করবে ভোটের পরের দিন পর্যন্ত। তবে, অঙ্গীভূত আনসার পাঁচদিনের জন্য নিয়োজিত থাকবে। এছাড়া, পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ১৫টি, র্যাবের ৬টি টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য ২৫ জন নির্বাহী ও ৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available