• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫৯:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫৯:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

ঢাকা কলেজ আবাসিক শিক্ষার্থীদের সন্ধ্যার পর ছাত্রাবাস ত্যাগে নিষেধাজ্ঞা

১৮ জুলাই ২০২৩ রাত ০৯:১৯:৩৫

ঢাকা কলেজ আবাসিক শিক্ষার্থীদের সন্ধ্যার পর ছাত্রাবাস ত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজের বিভিন্ন ছাত্রাবাসে অবস্থানকারী শিক্ষার্থীরা বিনা প্রয়োজনে সন্ধ্যার পর ক্যাম্পাসের বাইরে অবস্থান করতে পারবে না। ১৭ জুলাই সোমবার ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিটি অতি জরুরি হিসেবে উল্লেখ করে সেখানে বলা হয়, বিনা প্রয়োজনে সন্ধ্যার পর ছাত্রাবাসে অবস্থানকারী শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের বাইরে অর্থাৎ মার্কেট, গলি বা অন্য কোন কোথাও অযথা ঘোরাঘুরি করতে পারবে না। প্রয়োজনীয় কাজে ছাত্রাবাসের বাইরে অবস্থান করতে হলে কলেজ ও ছাত্রবাসের আইডি কার্ড সাথে রাখতে বলা হয়েছে।

হঠ্যাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেয়া হলো এমন প্রশ্নের জবাবে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড  কলেজের এক শিক্ষার্থীর হত্যার ঘটনায় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য কি ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে এ বিষয়ে ঢাকা কলেজ উত্তর ছাত্রবাসের প্রভোস্ট অধ্যাপক ওবাইদুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় ‍নি।

নির্দেশনাটিকে কিভাবে দেখছেন জানতে চাইলে আন্তর্জাতিক ছাত্রবাসের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, এটা আমাদের জন্য  অযৌক্তিক সিদ্ধান্ত। হলের অনেকেই সন্ধ্যার পর টিউশনি, খন্ডকালীন কাজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজনে বাইরে যায়। সেক্ষেত্রে আমার মনে হয় এমন নির্দেশনা আবাসিক শিক্ষার্থীদের অসুবিধায় ফেলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২২:৪৭


বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:১০:৫৩