কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং কাউনিয়া উপজেলার সাবেক ইউএনও এস.এম নাজিয়া সুলতানা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৫ জুলাই মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তিনি আট মাসের অন্তসত্বা ছিলেন।
নাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়াসহ সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী তার শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিনিয়র সচিব তার শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া মরহুমা নাজিয়া সুলতানার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার থাকাকালে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।
জানা গেছে, ৩০তম বিসিএস কর্মকর্তা এস.এম নাজিয়া সুলতানা ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মকর্তা ছিলেন। ২০১৭ সালের পদোন্নতি পেয়ে সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মকর্তা ছিলেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে ২০১৯ সালে সিনিয়র সহকারী সচিব পদে যোগদান করেন।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং সাবেক ইউএনও এস.এম নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে কাউনিয়া উপজেলার সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, শিক্ষক এবং সর্বস্তরের মানুষ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available