• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৮:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৮:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে র‌্যাবের হাতে ৩ ভুয়া পুলিশ গ্রেফতার

২৯ জুলাই ২০২৩ দুপুর ১২:৩৭:৩৫

কেরানীগঞ্জে র‌্যাবের হাতে ৩ ভুয়া পুলিশ গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে প্রতারণার অভিযোগে ভুয়া ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদস্যরা। ২৭ জুলাই বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রকল্প এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

শুক্রবার রাতে র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতাররা হলেন, দ্বীন ইসলাম (২৬), মোঃ ইমন (২৬) ও  মোঃ মেহেদী হাসান (২২)।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রকল্প এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ১ জোড়া হ্যান্ডকাফ, ৩টি মোবাইল ফোন ও  নগদ ৩ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতার ব্যক্তিরা পুলিশ পরিচয়ে প্রতারণাকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিজেদেরকে পুলিশের বিভিন্ন কর্মকর্তা পরিচয়ে  চাঁদাবাজি ও সাধারণ মানুষকে গ্রেফতারসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে মোটা অংকের অর্থ আত্মসাৎ করে আসছিল।

এঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২২:৪৭


বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:১০:৫৩




নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৩২:২৩