নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতি সরূপ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ৩০% কোটা পুনর্বহালের দাবিতে বাংলাদেশ বীর মু্ক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির উদ্যাগে ২৭ সেপ্টেম্বর বুধবার ঢাকা শাহাবাগ মোড়ে মানববন্ধন-পথসভা ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বীর মু্ক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন শেষে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সম্মিলিত মু্ক্তিযোদ্ধা সংসদের আহবায়ক, জামুকা’র সদস্য ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বীর মু্ক্তিযোদ্ধা শাহজাহান খাঁন এমপি।
পথসভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থেকে জাতীয় প্রেসক্লাবে গিয়ে কর্মসূচি শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ বীর মু্ক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন আকন্দের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর ৩০% মু্ক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি সম্বলিত স্মারকলিপি মু্ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে হস্থান্তর করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available