• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩৭:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩৭:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বামনায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার করল বিডিক্লিন

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় একটি পরিত্যক্ত পুকুর পরিষ্কার করে ব্যবহার উপযোগী করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের সদস্যরা।২০ নভেম্বর বুধবার সাধারণ শিক্ষার্থী ও বিডিক্লিন বামনা শাখার উদ্যোগে উপজেলার ডৌয়াতলা বাজারের ভূমি অফিসের পাশে পরিত্যক্ত পুকুরের ঝোপঝাড়, আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করেন বিডিক্লিনের স্বেচ্ছাসেবীরা।দিনব্যাপী অভিযানে পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে বিডিক্লিনের অর্ধশতাদিক স্বেচ্ছাসেবী সদস্য অংশ নেন।এ বিষয়ে শিক্ষার্থী বাপ্পি  বলেন, 'বাংলাদেশকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সার্বিক সহযোগিতা করায় বিডিক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে পরিচ্ছন্নতা কাজ চলমান থাকবে।'বিডিক্লিন বরগুনা জেলা শাখার সমন্বয়ক মো. রাকিব বলেন, 'জীববৈচিত্র্য রক্ষা ও মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমাতে দেশের সকল জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার খাল ও ডোবা পরিষ্কার অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিডিক্লিন বামনার ডৌয়াতলা বাজারে অবস্থিত পুকুর পরিচ্ছন্ন করেছে। আমরা পুকুর পরিষ্কার করে দিয়ে গেলাম, এখন যত্ন নেওয়ার দায়িত্ব এখানকার মানুষের। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।'

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান