• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৫৪:৪১ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৫৪:৪১ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

কোটচাঁদপুরে আলমসাধুর চাপায় শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর চাপায় আরিফ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।৩১ মার্চ সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আরিফ কুশনা গ্রামের দোয়ারপাড়ার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।চাচতো ভাই ইব্রাহিম হোসেন জানান, আমরা দুই ভাই সারাদিন হ্যাচারি কমপ্লেক্সের ভেতরে আখের রস বিক্রি করে বাড়িতে ফিরছিলাম। ফুলবাড়ি নামক স্থানে পৌঁছানোর পর সড়কের উপরে ভাঙা খাদে আমার গাড়ির সামনের চাকা পড়ে যায়। সে সময় আরিফ ধাক্কা খেয়ে পড়ে গেলে গাড়ির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মূত ঘোষণা করে।কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখনও অবগত করেনি। অবগত করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান