• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই মাঘ ১৪৩১ সকাল ১০:০২:৫২ (27-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৪ই মাঘ ১৪৩১ সকাল ১০:০২:৫২ (27-Jan-2025)
  • - ৩৩° সে:

অর্থনীতি

রাজস্ব আদায়ে এগিয়ে থাকলেও প্রক্রিয়াগত বিষয়ে পিছিয়ে আছে বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

২৬ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:২৫:২৯

রাজস্ব আদায়ে এগিয়ে থাকলেও প্রক্রিয়াগত বিষয়ে পিছিয়ে আছে বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজস্ব আদায়ে এগিয়ে থাকলেও প্রক্রিয়াগত বিষয়ে পিছিয়ে আছে বাংলাদেশ, এ জন্য সরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার বাড়াতে চায় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা।

আজ ২৬ জানুয়ারি রোববার সকালে জাতীয় রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

তিনি আরও বলেন, নিত্য পণ্যের চড়া দামে মানুষের কষ্ট হচ্ছে। আমরা ইচ্ছে করে সেই কষ্ট দিচ্ছি না। সিস্টেম কাজ করছে না, এটাই বড় সমস্যা। আমরা চেষ্টা করছি।

অর্থ উপদেষ্টা বলেন, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মতো গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বাস্তবায়নে ৬ বছর সময় লেগেছে, যা স্বাভাবিক নয়। প্রয়োজনীয় অনেক আইন-পদ্ধতি আছে, নতুন করেও কিছু প্রণয়ন করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে বাস্তবায়ন নিয়ে।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বলেন, আইন প্রয়োগে কঠোর হওয়ার বিকল্প নেই। পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা দিয়ে জটিলতা সৃষ্টি করবেন না। ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রা সহজে কাজ করছে এই সরকার।

অনুষ্ঠানে বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে উদ্বোধন হবে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো। এর মাধ্যমে বন্দরে আমদানি রপ্তানি পণ্য খালাস প্রক্রিয়া সহজ ও দ্রুত করা যাবে। যা বাস্তবায়নে ইতোমধ্যে ৩৯টি সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নবাবগঞ্জে সংবাদকর্মীকে কুপিয়ে জখম
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:২৬:০০







আজ সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা অবরোধ
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:০৫:২৯