নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই সম্ভাব্য বাণিজ্য যুদ্ধকে কেন্দ্র করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। সপ্তাহ না ঘুরতেই হচ্ছে নতুন রেকর্ড। সে ধারাবাহিকতা আবারও আরও এক লাফ দিলো স্বর্ণের দাম।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার আউন্সপ্রতি স্বর্ণের দাম শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে দুই হাজার ৯৩৬ দশমিক ৭৯ ডলার হয়েছে। সপ্তাহের ভিত্তিতে বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ। একই সময়ে মার্কিন স্বর্ণের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দুই হাজার ৯৬১ দশমিক ৪০ ডলার হয়েছে।
এবিসি রিফাইনারির প্রাতিষ্ঠানিক বাজারের বৈশ্বিক প্রধান নিকোলাস ফ্র্যাপেল বলেন, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য, শুল্ক ও বৃহত্তর বৈদেশিক নীতিতে বহুমুখী অনিশ্চয়তা তৈরি হওয়ায় স্বর্ণের দাম বাড়ছে।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ট্রাম্প তার অর্থনৈতিক দলকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে কর আরোপকারী প্রতিটি দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপের পরিকল্পনা প্রণয়ন করতে। এই সম্ভাব্য মূল্যস্ফীতি মূলক পদক্ষেপে সোনার চাহিদা আরও বেড়ে যেতে পারে।
এদিকে ট্রাম্প হোয়াইট হাউজে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ভারত আমাদের ওপর যে শুল্ক বসাবে, আমরাও তাদের ওপর একই হারে শুল্ক আরোপ করবো।
এর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, তার এই নতুন বাণিজ্যনীতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কানাডার ওপর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available