• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩১ রাত ০৩:৫৭:৫৮ (24-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩১ রাত ০৩:৫৭:৫৮ (24-Feb-2025)
  • - ৩৩° সে:

অর্থনীতি

নতুন নোটে থাকছে না শেখ মুজিবের ছবি, মিলবে ঈদুল আজহায়

১৯ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০১:৫১:৫১

নতুন নোটে থাকছে না শেখ মুজিবের ছবি, মিলবে ঈদুল আজহায়

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে বাজারে আসবে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট। তবে, এ নোটগুলো আগেই ছাপানো হওয়ায় এগুলোতে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই ও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে।

১৯ ফেব্রুয়ারি বুধবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি বলেন, এ মুহূর্তে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট রয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে। তাই অর্থের অপচয় রোধে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না। কারণ বর্তমানে ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হবে। কেন্দ্রীয় ব্যাংক এ অপচয় করতে চাচ্ছে না।

আগে ছাপানো নোটগুলোই আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে জানিয়ে আরিফ হোসেন খান আরও বলেন, আগামী এপ্রিল-মে নাগাদ নতুন ছাপা নোট বাজারে আসবে। তার আগে সম্ভব হবে না।

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

এর আগে গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নতুন নোট প্রচলনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। যা নিয়ে কাজ করছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



উপদেষ্টা নাহিদের পদত্যাগ নিয়ে যা জানা গেল
২৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫২:৪১



উত্তরায় চালু হলো শেফস অ্যাভিনিউ
২৩ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০১:৩১

২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৩ হাজার কোটি টাকা
২৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:০৭


দোয়ারাবাজারে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:২১

দোয়ারাবাজারে ড্রাম ট্রাক খাদে পড়ে কিশোরের মৃত্যু
২৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯:০৬