• ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ সকাল ০৭:৩৬:১২ (22-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ সকাল ০৭:৩৬:১২ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও চেক বিতরণ

২০ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৪:১৫

টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও চেক বিতরণ

গোপালগঞ্জ  প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০০ জন শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র ও শিক্ষা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড পৌর মাল্টিপারপাস সুপার মার্কেটের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামছুল আরেফিন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান।

এ সময় উপজেলায় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রায় ৫০০ জন শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র ও শিক্ষা অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুজ্জামান।

তিনি বলেন, কোনো শিক্ষার্থীর যেন লেখাপড়া শিখতে কোনো কষ্ট না করতে হয়। তার জন্য সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরণ করা হলো। কোনো অভিভাবকের যেন ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে কষ্ট না করতে হয়। উপজেলা প্রশাসন সবসময় ছাত্র-ছাত্রীদের পাশে থাকবে। টুঙ্গিপাড়ার শিক্ষার মান আরও উন্নত করতে হবে। শীতবস্ত্র বিতরণের পর ৬৯ জন শিক্ষার্থীদের শিক্ষা অনুদানের চেক প্রাথমিক বিদ্যালয়ের ২৫০০ টাকা করে, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৬০০০ টাকা করে এবং কলেজ শিক্ষার্থীদেরকে ৯৪০০ টাকার চেক বিতরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
২১ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৪২:৪১







সিলেটে ৩ কোটি ২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৫:৪০

মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৫৫