নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির আওতাধীন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এবং যুক্তরাজ্যের সর্ববৃহৎ GCSE এবং A লেভেল পরীক্ষার বোর্ড একিউএ বাংলাদেশ ও নেপালে তাদের কার্যক্রম বিস্তৃত করছে। এ লক্ষ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এবং একিউএ বাংলাদেশের বিশিষ্ট শিক্ষা পরামর্শক শাহীন রেজাকে বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে।
যুক্তরাজ্যের কারিকুলাম অনুযায়ী বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনা ও গবেষণায় শাহীন রেজার রয়েছে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা। তিনি আন্তর্জাতিক বিভিন্ন শিক্ষা বোর্ড ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে কাজ করেছেন।
সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী শিক্ষাখাতের ব্যাপক প্রবৃদ্ধি হচ্ছে। এই সুযোগকে দক্ষিণ এশিয়ায় বিস্তৃত করতে অক্সফোর্ড-একিউএ এই উদ্যোগ নিয়েছে, যা আন্তর্জাতিক স্কুল কারিকুলাম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে এ অঞ্চলের শিক্ষার্থীদের খাপ খাওয়ানো ও উপযোগী করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
বাংলাদেশ ও নেপালে অক্সফোর্ড-একিউএ’র নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, ‘বাংলাদেশ ও নেপালে অক্সফোর্ড-একিউএ’র কার্যক্রমের অংশীদার হতে পেরে আমি আনন্দিত। অক্সফোর্ড একিউএ বিশ্বব্যাপী মানসম্মত শিক্ষা এবং তরুণদের আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে অনবদ্য ভূমিকা রেখে চলেছে।’
তিনি আরও জানান, ‘এ অঞ্চলের শিক্ষাবিদ, স্কুল লিডার ও অংশীজনদের সঙ্গে নিয়ে তিনি তরুণদের সামনে তাদের বিপুল সম্ভাবনাগুলো উন্মুক্ত করতে ভূমিকা রাখবেন।’
অক্সফোর্ড-একিউএ’র ম্যানেজিং ডিরেক্টর এন্ড্রু কুম্বে শাহীন রেজাকে অক্সফোর্ড-একিউএ টিমে স্বাগত জানান। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী পরিচালিত আমাদের আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম বাংলাদেশ ও নেপালে বিস্তৃত করতে চাই। আমি আশা করি, এ কার্যক্রমকে আন্তর্জাতিক শিক্ষাখাতে শাহীন রেজার সুদীর্ঘ অভিজ্ঞতা আরও গতিশীল করবে, যা এ অঞ্চলের শিক্ষার্থীদের সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে।’
যুক্তরাজ্যভিত্তিক অক্সফোর্ড-একিউএ বিশ্বব্যাপী ২২টি GCSE, ১৪টি AS এবং A Level শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং কর্মক্ষেত্রের জন্য উপযোগী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অক্সফোর্ড-একিউএ বিশ্বে প্রথম আন্তর্জাতিক পরীক্ষা বোর্ড যারা ইন্টারন্যাশনাল GCSE সাইকোলজি অফার করছে এবং একমাত্র বোর্ড যারা ইন্টারন্যাশনাল GCSE মিডিয়া স্টাডিজ কোর্স পরিচালনা করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available