• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:১১:৩০ (26-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৪ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:১১:৩০ (26-Feb-2025)
  • - ৩৩° সে:

শিক্ষা

১৯ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির আবেদন ৫ মার্চ থেকে

২৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:১৮:৩৯

১৯ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির আবেদন ৫ মার্চ থেকে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: এবার দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনগত রাতে জিএসটি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির জন্য আগামী ৫ মার্চ দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদনের শেষ সময় ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট। আবেদনের সময় বৃদ্ধি করা হবে না।

আবেদন ফি, পদ্ধতি ও সূচি

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফির সঙ্গে যোগ হবে।

আবেদন করার পদ্ধতি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) পাওয়া যাবে। ৫ মার্চ দুপুর ১২টা থেকে ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না।

২০ কেন্দ্রে ভর্তি পরীক্ষা

সারাদেশের মোট ২০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রের তালিকা হতে আবদেনকারী একটি কেন্দ্র পছন্দ করতে পারবেন। পছন্দকৃত কেন্দ্রই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আবেদনের সময়সীমা শেষে কোনোভাবেই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না।

ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামালপুরে আওয়ামী লীগের ৪ চেয়ারম্যান গ্রেফতার
২৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৫০:২২

জয়পুরহাটে মাদক বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
২৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৩৬:৫১


ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক
২৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:১৭:২৯