নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ডেন্টাল পরীক্ষায় অংশগ্রহণে জন্য ৬৮ হাজার ৬৮৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। মোট আসন ৫৪৫টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে ১২৬ জন ভর্তিচ্ছু রয়েছেন। এবারও ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ডেন্টালে ভর্তি হতে একজন পরীক্ষার্থীকে কমপক্ষে ৪০ নম্বর পেতে হবে। এর কম প্রাপ্তরা দেশে ভর্তি ও বিদেশে বিডিএস বা সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসেবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available