• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে চৈত্র ১৪৩১ সকাল ০৬:৩২:৩৭ (13-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩০শে চৈত্র ১৪৩১ সকাল ০৬:৩২:৩৭ (13-Apr-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

৪৬তম বিসিএস প্রার্থীদের বিক্ষোভের, লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

১০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:০৪:৫৫

৪৬তম বিসিএস প্রার্থীদের বিক্ষোভের, লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে নেমেছেন একদল চাকরিপ্রার্থী। টানা তিনদিন ধরে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে বিক্ষোভ-সমাবেশ করছেন তারা। আজও বিক্ষোভ করেছেন প্রার্থীরা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিপেটা এবং দুজনকে গ্রেফতার করেছে। তবে এতকিছুর পরও লিখিত পরীক্ষার তারিখ ৮ মে থেকে শুরুর করার সিদ্ধান্তে অনড় পিএসসি।

১০ এপ্রিল বৃহস্পতিবার সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি ওয়েবসাইটে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। যদিও সূচি প্রকাশের পর জরুরি সভায় বসেছে পিএসসি।

এদিকে, প্রকাশিত সূচি অনুযায়ী—আগামী ৮ মে থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা (০০১) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৯ মে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০) বিষয়ের তিন ঘণ্টাব্যাপী পরীক্ষার মাধ্যমে আবশ্যিক বিষয়সমূহের লিখিত পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ হবে।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২৪ সালের ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ৯ মে প্রথম দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। প্রথম দফায় প্রকাশিত ফলাফলে ১০ হাজার ৬৩৮ জনকে উত্তীর্ণ করা হয়।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুনরায় ৪৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়। পুনরায় প্রকাশিত ফলাফলে আগে উত্তীর্ণসহ মোট ২১ হাজার ৩৯৭ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

৪৬তম বিসিএসে মোট পদসংখ্যা তিন হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ