সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এনড্রোয়েড মোবাইল ফোন নিয়ে প্রবেশসহ দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিবসহ মোট আট শিক্ষককে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার।
তিনি বলেন, ২১ এপ্রিল সোমবার গণিত পরীক্ষা চলাকালীন সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের চুক্তি ভিত্তিক সহকারী শিক্ষক এনাম আহম্মেদ ও আনিছ মোমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেনকে সতর্ক করা সত্ত্বেও বোর্ডের নিয়ম ভঙ্গ করে পরীক্ষার হলে এনড্রোয়েড মোবাইল নিয়ে প্রবেশ করে হাতে নাতে ধরা পড়ায় এবং বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মো. আল মাহমুদ, গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নুপুর মল্লিক এবং একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রাশিদা বেগমকে পরীক্ষা হলে দায়িত্ব পালনে অবহেলার কারণে তাৎক্ষণিকভাবে তাদের পরীক্ষা কার্যক্রম থেকে বহিস্কার করা হয়েছে।
এছাড়া কেন্দ্রটিতে ৭জন শিক্ষকের দায়িত্ব পালনে অবহেলা পরিলক্ষিত হওয়ায় সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম রফিকুজ্জামানকে কেন্দ্র সচিব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available