বিনোদন ডেস্ক: স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বহুরূপী’র শিরোনামসঙ্গীত ‘বহুরূপী’ আসছে আগামীকাল ২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় এফএইচ মাল্টিমিডিয়াতে।
বহুরূপী গানের কথা লিখেছেন ফরহাদ হোসেন। সুর ও সঙ্গীত করেছেন এ সময়ের তরুণ ও মেধাবী মিউজিক ডিরেক্টর সালমান জাইম।
গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী খায়রুল ওয়াসী।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বহুরূপীতে অভিনয় করেছেন ফরহাদ হোসেন ও ইয়াশা হাসান। বহুরূপী গানটিতে তাদের দুজনের সাবলিল উপস্থিতি দর্শকেদের মন ছুঁয়ে যাবে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বহুরূপী’ গল্প ও সংলাপ লিখেছেন ফরহাদ হোসেন।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সৈকত বর্দ্ধন সেতু। তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বহুরূপী’ সর্ম্পকে বলেন, ‘বহুরূপী খুবই সুন্দর লোকেশনে দৃশ্য ধারণ করা হয়েছে এর মূল শক্তি গল্প। গল্প দর্শকদের হাসাবে, কাঁদাবে আবার আবেগী করেও তুলবে। গল্পের কারণে এটা দর্শক নন্দিত হবে।
উল্লেখ্য, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বহুরূপী’ রিলিজ হবে আগামী ৯ মে ২০২৪।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available