• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১ রাত ১১:২২:৪৮ (02-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১ রাত ১১:২২:৪৮ (02-Jan-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

সিজেএফবি’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি এনাম, সম্পাদক রানা

১৮ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:৫২:৫৭

সিজেএফবি’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি এনাম, সম্পাদক রানা

বিনোদন প্রতিবেদক: দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন, এফএম রেডিও, অনলাইন টিভি ও নিউজ পোর্টালে কর্মরত সক্রিয় সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি'র ২০২৪-২৫ মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

১৭ অক্টোবর বৃহস্পতিবার সিজেএফবি'র গুলশান কার্যালয়ে ২৫তম কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিজেএফবি'র নতুন কমিটি গৃহীত হয়। 

এসএটিভি'র বার্তা সম্পাদক এনাম সরকারকে সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার বিনোদন বিভাগীয় প্রধান এম এস রানাকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি।

এতে সহ-সভাপতি পদে রয়েছেন এটিএন বাংলার এডিশনাল ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান মাসুম এবং দৈনিক সমকাল'র সাব এডিটর রাসেল আজাদ বিদ্যুৎ। 

কমিটিতে প্রধান উপদেষ্টা পদে রয়েছেন রেডিও আমার'এর হেড অব প্রোগ্রাম তামিম হাসান। উপদেষ্টা পদে আছেন দৈনিক খবরের কাগজ'র ফিচার সম্পাদক খালেদ আহমেদ এবং প্রবাস টিভি-কানাডা'র বার্তা সম্পাদক দীন ইসলাম। 

যুগ্ম সম্পাদক- দৈনিক নয়া দিগন্ত'র সাব এডিটর ও ঢাকা মেইলের জয়েন্ট নিউজ এডিটর আলমগীর কবির ও এসএ টিভির ডিজিটাল মিডিয়া ব্যবস্থাপক শাকিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক-জাহিদ শাওন, নির্বাহী সম্পাদক পাক্ষিক আনন্দ লহরী, সাংস্কৃতিক সম্পাদক-শারমিন জাহান, সম্পাদক, ডেইলি নিউজিয়াম.কম, প্রচার সম্পাদক-মীর নাসিফ আক্তার শুভ, নিউজরুম এডিটর যমুনা টিভি, দফতর সম্পাদক-এমদাদুল হক মিল্টন, সাব এডিটর দৈনিক সমকাল, সাহিত্য সম্পাদক-নাজমুল আহসান তালুকদার, নিউজ রুম এডিটর, বাংলানিউজ টুয়েনটিফোর ডট কম।

এছাড়াও ক্রীড়া সম্পাদক- সানজানা আইভী, স্টাফ করেসপন্ডেন্ট, যমুনা টিভি, অর্থ সম্পাদক-মেহনাজ পারভীন, আর্টিকেল নাইনটিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- বিশাল চৌধুরী শামিম, স্টাফ করেসপন্ডেন্ট, রেডিও আমার।

নির্বাহী সদস্য- মুজাহিদ সামিউল্লাহ-দৈনিক মানবজমিন, মাহবুব হাসান জ্যোতি-নাগরিক টিভি, অমলেন্দু চক্রবর্তী, দৈনিক ইত্তেফাক, জাহাঙ্গীর বিপ্লব-দৈনিক বাংলা, শেখ আরিফ বুলবন-ডেইলি নিউ ন্যাশন, সুমন মোস্তাফা-রুপালি বাংলাদেশ , মৃণাল কুমার বন্দে- দেশকণ্ঠ নিউজ, তন্ময় কুমার রায়-এখন টিভি।

উল্লেখ্য, ১৯৯৯ সালে সক্রিয় সাংবাদিকদের সংগঠন হিসেবে আত্ম প্রকাশ করে সিজেএফবি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







না ফেরার দেশে সাংবাদিক তোফাজ্জল হোসেন
২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:০৬