বিনোদন ডেস্ক: এ প্রজন্মের অভিনয়শিল্পী আরশ খান ও তাসনুভা তিশার নতুন একটি নাটক মিনারা ফিল্মের ইউটিউবে প্রকাশ হয়েছে।
নাটকের নাম ‘আহত ভালবাসার ঘ্রাণ’। সিফাত হোসেনের রচনা, চিত্রনাট্য ও সংলাপে এই নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা এম এইচ রাসেল।
মাতৃভূমি হার্ট কেয়ার নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন জীশান সুলতানুজ জামান। এই নাটকে আরশ খান ও তাসনুভা তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন বাসার বাপ্পি, শম্পা নিজাম, মিলি মুন্সি, রুবাইয়া আরফিন সহ আরও অনেকে।
এ প্রসঙ্গে নির্মাতা এম এইচ রাসেল বলেন, ‘আহত ভালবাসার ঘ্রাণ’ নাটকটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করি, নাটকটা খুবই ভালো যাবে। নাটকটির গল্প অনেক সুন্দর।'
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available