নিজস্ব প্রতিবেদক: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠন।
মহান বিজয় দিবসের এই কনসার্ট সফলভাবে করার লক্ষ্যে ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর গুলশান এভিনিউয়ের উদয় টাওয়ারে ‘বিএনপি মিডিয়া সেল’ অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন— ‘সবার আগে বাংলাদেশ’-এর আহ্বায়ক ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মুনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ও সাংবাদিক এহসান মাহমুদ প্রমুখ।
প্রসঙ্গত, সবার জন্যে উন্মুক্ত এই কনসার্ট ১৬ ডিসেম্বর দুপুর ১২ টায় মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available