জ্যোতির্ময় মন্ডল: অপেক্ষার প্রহর শেষে বাংলাদেশের মাটিতে পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলী খান।
২০ ডিসেম্বর শুক্রবার রাত ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান উপমহাদেশের প্রখ্যাত এ সংগীত শিল্পী।
বর্তমানে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন পাকিস্তানের এই শিল্পী। হোটেলে তাকে ফুল দিয়ে বরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের সাহাযার্থ্যে আয়োজিত কনসার্টে আজ ২১ ডিসেম্বর শনিবার রাতে রাহাত ফতেহ আলী খান বিনা পারিশ্রমিকে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।
এই আয়োজনে তার সঙ্গে আরও গান গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা।
এর বাইরেও জনপ্রিয় র্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।
সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।
ছাত্র-জনতার জুলাই অভ্যু্ত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available