নিজস্ব প্রতিবেদক: রাহাত ফাতেহ আলী খানের 'ইকোস অব রেভোল্যুশন' কনসার্ট থেকে আয় হওয়া এক কোটি ৬৫ লক্ষ ১১ হাজার ৪৮৫ টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হয়েছে।
চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী 'স্পিরিটস অব জুলাই' নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে 'ইকোস অব রেভোল্যুশন' শিরোনামে গত ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করে। এই কনসার্ট থেকে আয় হওয়া এক কোটি ৬৫ লক্ষ ১১ হাজার ৪৮৫ টাকা আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'-এ দান করা হয়েছে৷
৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে এই চেক তুলে দেওয়া হয়। এ সময় 'স্পিরিটস অব জুলাই'-এর পক্ষ থেকে উপস্তিত ছিলেন 'ইকোস অব রেভোল্যুশন' কনসার্টের আয়োজক মহিউদ্দিন মুজাহিদ মাহি, এসএম এহসান উল্লাহ ধ্রুব, খাইরুল আহসান মারজান, সাদেকুর রহমান সানি, মো. নূর এ আলম চৌধুরী, মো. জাফর আলী এবং রাইয়ান রহমান ইরাত।
আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই কনসার্টে মূল আকর্ষণ হিসেবে গান পরিবেশন করেন বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী দল 'সিলসিলা'র উদ্বোধনী পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া কনসার্টে আরও গান পরিবেশন করেন ছাত্র-জনতার আন্দোলনে গান গেয়ে জেল-জুলুমের শিকার হওয়া শিল্পী হান্নান, র্যাপার সেজানসহ দেশীয় ব্যান্ডদল চিরকুট, আর্টশেল ও আফটারম্যাথ৷ কনসার্টে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেন রাহাত ফতেহ আলী খান। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে ছিল প্রাইম ব্যাংক পিএলসি।
এর আগে, গত ৯ ডিসেম্বর সোমবার রাত থেকে তিনটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়, যা চলে ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। টিকেট সেলিং পার্টনার হিসেবে ছিল 'GET SET ROCK' নামক একটি প্রতিষ্ঠান। চব্বিশের জুলাই বিপ্লবে সর্বস্তরের জনসাধারণের মধ্যকার শিক্ষার্থীদের ভূমিকার কারণে তাদের প্রতি সম্মান রেখে কনসার্টের টিকেট ক্রয়ে শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট (ছাড়) দেওয়ার ব্যবস্থা ছিল।
উল্লেখ্য, অর্থ সংক্রান্ত সার্বিক বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ও পরামর্শ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। এ পরিষদে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ ড. কাজী মাহফুজুল হক সুপণ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আনসারুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান এবং বারডেম হাসপাতালের অধ্যাপক ডা. মাহবুবুল হাসান মুনির।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available