বিনোদন ডেস্ক: এ দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, এটাই নিয়ম। কিন্তু কে কীভাবে যাবে সেটাই হলো তার ভাগ্য। আখেরাত যার সুন্দর হবে তিনি হলেন সবচেয়ে বেশি ভাগ্যবান। সেদিক দিয়ে আমাদের প্রবীরদা অনেক ভাগ্যবান। দীর্ঘ সময় তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। এই সময়টা তিনি ধর্মকর্ম নিয়ে ছিলেন। সহকর্মী হিসেবে আমরা তাকে দেখেছি। তিনি ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
৬ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এফডিসিতে প্রয়াত অভিনেতা প্রবীর মিত্রের জানাজা শেষে কথাগুলো বলছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ৫ জানুয়ারি রোববার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকাই সিনেমার ‘রঙিন নবাব’ খ্যাত অভিনেতা প্রবীর মিত্র।
সোমবার দুপর সাড়ে ১২টার দিকে এফডিসিতে আনা হয় তার মরদেহ। মরদেহবাহী গাড়ি এফডিসিতে পৌঁছানোর পর ভারি হয়ে ওঠে পুরো চত্বর। কান্নায় ভেঙে পড়েন দীর্ঘ দিনের সহকর্মীরা। দুপুর ১টা ৪০ মিনিটে এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশনের সামনে অনুষ্ঠিত হয় ৮৩ বছর বয়সী এই অভিনেতার প্রথম জানাজা। সেখানে জানাজা শেষে এরপর তার মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে।
প্রবীর মিত্রকে শেষ বিদায় জানাতে এফডিসিতে এসেছিলেন নায়ক আলমগির, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, মেহেদি, বাপ্পী চৌধুরি, অভিনয়শিল্পী সুব্রত, নাসরিন, রোমানা মুক্তি, পরিচালক ছটকু আহমেদ, দেলোয়ার জাহার ঝণ্টু, শাহিন সুমন, মুশফিকুর রহমান গুলজার, সাইফ চন্দনসহ চলচ্চিত্র জগতের অনেকে।
অভিনেতা প্রবীর মিত্রের শেষে বিদায়ে হাতেগোনা কয়েকজন ছাড়া আসেননি অনেক তারকাশিল্পী। বিষয়টি নিয়ে খানিকটা আক্ষেপের সুরে ইলিয়াস কাঞ্চন বলেন, নিজেদের ব্যক্তিগত কাজে অনেকেই আসতে পারেননি। তারপরও অনেকেই এসেছেন। এটা নিয়ে তো আমার কিছু বলার নেই। যারা এসেছেন এবং যারা আসতে পারেননি সবাই যেন প্রবীর দাদার জন্য দোয়া করেন। এখানে যদি আমার জানাজা হয় তাহলে আপনারা সবাই আমার জানাজায় আসবেন। আমি আমন্ত্রণ জানালাম। সেই সঙ্গে আমাকে ক্ষমা করে দেবেন।
এছাড়া প্রবীর মিত্রকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, ফিল্ম ক্লাবসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available