• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৯:৩৯ (06-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৯:৩৯ (06-Feb-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

মা-বোনদের বিরুদ্ধে যা বললেন নায়িকা পপি

৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:১৩:৪৪

মা-বোনদের বিরুদ্ধে যা বললেন নায়িকা পপি

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে সম্পত্তির অভিযোগের বিষয়টি দু’দিন ধরে বেশ চর্চিত হচ্ছে। এবার ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন তিনি। জানালেন মা ও বোনের দেয়া অভিযোগের বিষয়ে।

গত ৩ ফেব্রুয়ারি পপির বিরুদ্ধে সম্পত্তির অভিযোগ এনে খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেন তার বোন ফিরোজা পারভীন। বিষয়টি নিয়ে একরকম চুপই ছিলেন চিত্রনায়িকা।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে খোলাসা করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।

নায়িকা পপি বললেন, আমি একজন ব্যর্থ মানুষ। কারণ যাদের জন্য সবকিছু করলাম, জীবনের সুন্দর সময়গুলো যাদের জন্য বিলিয়ে দিলাম তারা এখন আমার শত্রু। আমার ক্ষতি করতে চায়। পরিবারের সদস্যদের নিয়ে এভাবে জানালেন তিনি।

তিনি বলেন, আমি ছিলাম আমার পরিবারের ডিম পাড়া হাঁস। আমার সবকিছু ছিল তাদের আন্ডারে। আমার ব্যাংক অ্যাকাউন্ট সহায় সম্পত্তি সবকিছু ছিল তাদের আন্ডারে। আমার কাছে ছিল আমার দেহটাই। যখন আর কিছু দিতে পারিনি তখন হয়েছি শত্রু। আমাকে খুন করার চেষ্টাও করা হয়েছিল। এমনকি খুনিকে টাকা দেয়া হয়েছিল। এতে জড়িত ছিল আমার ভাই।

নায়িকা পপির ভাষায়, ২০০৭ সালে আমি বুঝতে পেরেছিলাম আমার পরিবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তখন আলমগীর ভাই (চিত্রনায়ক) আমার মা-বাবাকে বলেছিলেন বিষয়টার সমাধান করতে। উনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি কখনও চাইনি একা কিছু করতে। শুধু মাত্র বাবা-মা, ভাই-বোন নয় আমার দাদীর বাড়ি নানির বাড়ির সবাইকে সহযোগিতা করেছি।

জিডিতে পপির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, পারিবারিক জমি এককভাবে দখলে নিতে চান অভিনেত্রী। এ নিয়ে ভাই-বোনদের সঙ্গে বিবাদ চরমে পৌঁছালে তাদের মেরে ফেলার হুমকি দেন পপি ও তার স্বামী  আদনান উদ্দিন কামাল।

জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি দখলে নেয়ার জন্য ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে অবস্থান করেন পপি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী আদনান উদ্দিন কামাল। সঙ্গে কল্লোল মজুমদার ও শিপন নামে আরও দুজন সহযোগী ছিলেন। জমি দখলে ছোট বোন ফিরোজা পারভীন ও মা মরিয়ম বেগম পপিকে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজাকে ভয় দেখান, মেরে ফেলার হুমকিও দেন।

এর আগে পপি বলেন, আমি কেন জমি দখল করতে যাব। আমি কি একবারও বলেছি, আমি ওই জমি নেব বা আমার লাগবে। ১৯৯৫ সাল থেকে আমার বাবা ইনকাম করে ওদের (মা ও ভাইবোনকে) চালায়নি। আমি চালিয়েছি আমার পরিবারকে। আমার বাবার কাছ থেকে আমি ৬ কাঠা জমি কিনেছি। আমার চাচা ও অন্যান্য শরিকি জমিও কিনেছি আমি টাকা দিয়ে। আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে কেনা জমি এখনো আমি ভোগদখল করতে পারিনি এদের অত্যাচারে।

পপির সুরেই সুর মিলিয়েছেন তার দীর্ঘদিনের সহশিল্পী চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি। ৫ ফ্রেবুয়ারি বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, একজন পপি অনেক কষ্ট করে টাকা উপার্জন করেছে সেই টাকা ১৪ গোষ্ঠী মিলে কাজ না করে খেয়ে শেষ করবে, আর তার হিসেব চাইলে পপি খারাপ? সত্যিই আমরা অসহায়!

এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে পলি বলেন, পপি প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকে তার পরিবারের কারো রোজগারের পথ ছিল না। নিজের টাকায় পরিবারের জন্য তিনি সবকিছু করেছেন। এমনকি বিয়েও করেছেন দেরিতে। নিজের টাকায় তিনি অনেক জায়গা জমি কিনেছেন। এই সময় এসে পপির বিরুদ্ধে যে জমি দখলের অভিযোগ উঠেছে তা একেবারেই অযৌক্তিক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মনিরামপুরে মৌমাছির কামড়ে নিহত ১, আহত ১০
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:০১

কুমিল্লা আদালত চত্বরে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:৫৯




একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৩:২৫


ঝিনাইদহে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:০১:৫৩

ঝিনাইদহে মুজিবের ম্যুরাল ভাঙচুর-অগ্নিসংযোগ
৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৫২:২৭