বিনোদন ডেস্ক: গল্পের সিনেমা ‘দাগি’। সেই গল্পে প্রাণ দিয়েছেন আফরান নিশো। মুক্তির ১২ দিন পরও এখন সিনেমাটির হল বাড়ছে, দর্শক টানছে। প্রযোজক শাহরিয়ার শাকিল জানালেন, মুক্তির ১২ তম দিনে মাল্টিপ্লেক্সের সবগুলো শো হাউজফুল গিয়েছে।
প্রযোজক জানান জানান, ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরো ১০টি শো বাড়ানো হয়। পরে আরও বাড়ানো হবে। ১২ তম দিনে এসে মাল্টিপ্লেক্সে তো ভরপুর শো চলছেই, সেই সাথে ঢাকার বাইরের হলগুলোতেও দাগি দর্শক টানছে। আগামী সপ্তাহে ঢাকার বাইরেও দ্বিগুন হল বাড়বে বলে আমার বিশ্বাস।
শনিবার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় খোজ নিয়ে জানা যায় আজ দাগির কোনা টিকিট নেই। অগ্রিম টিকিটও অলমোস্ট বিক্রি হয়ে যাচ্ছে। এখন অব্দি মাল্টিপ্লেক্সের এই চেইনে ৩০টির বেশি শো চলছে।
‘দাগি’ সিনেমা পরিচালনা করেছেন শিহাব শাহীন। নিশো-তমা ছাড়াও এতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহিদুজ্জামান সেলিম, রামেদ মামুন অপুসহ অনেকেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available