• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:১৪:৩০ (24-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:১৪:৩০ (24-Apr-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২’ প্রচারিত হবে ২৫ এপ্রিল থেকে

২৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৩৬:৪২

‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২’ প্রচারিত হবে ২৫ এপ্রিল থেকে

বিনোদন ডেস্ক: আগামী ২৫ এপ্রিল শুক্রবার থেকে টেলিভিশন এবং ওটিটি প্লাটফর্মে প্রচারিত হতে যাচ্ছে ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২’।

প্রতি শুক্র ও শনিবার বাংলা ভিশনে রাত ৮:১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭:১০ মিনিটে, দীপ্ত টেলিভিশনে রাত ৯:৩০ মিনিটে, এবং একই সাথে প্রতি শুক্র ও শনিবার নতুন পর্ব প্রচারিত হতে যাচ্ছে চরকিতে।

আকিজ বশির গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ২০২২ সালে সাড়া জাগানো প্রথম সিজনের পর ‘আর্ট অব প্লেটিং: সিজন ২’ হতে যাচ্ছে আরও বড় পরিসরে ও আরও কঠিন কিছু চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবে নিজ নিজ প্লেটের ক্যানভাসে ।

তিনি বলেন, আমরা নতুন প্রজন্মের প্লেটিং শিল্পীদের অনুপ্রাণিত করতে চাই।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাব, ১০ লক্ষ টাকার পুরস্কার, প্লেটিং কোর্স, মিডিয়া প্রচার ও আকিজ টেবিলওয়্যার ডিনার সেট জিততে লড়াই করবেন। প্রথম রানার্স-আপ পাবেন ৫ লক্ষ টাকা, দ্বিতীয় রানার্স-আপ ৩ লক্ষ টাকা, চতুর্থ-পঞ্চম ১ লক্ষ টাকা, সঙ্গে সার্টিফিকেট ও স্বীকৃতি।

প্রতিযোগীরা অনলাইনে নিজেদের প্লেটিংয়ের ছবি জমা দিয়ে যাত্রা শুরু করেন। উত্তীর্ণরা হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অডিশনে অংশ নেন, যেখানে নান্দনিকতা, কৌশল ও রন্ধনশৈলীর বিচারে তারা নিজেদের প্লেটে  শিল্পকর্ম তৈরি করেন।

খোরশেদ আলম আরও বলেন, খাবারের উপস্থাপনার জাদু প্রত্যক্ষ করতে চোখ রাখুন টেলিভিশনের পর্দায় এবং ওটিটি প্লাটফর্মে , যেখানে প্রতিটি প্লেট একটি গল্প, এবং যেখানে সৃজনশীলতা সীমাহীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভৈরবে হাঁস চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ
২৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩:২০