• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সকাল ১১:২৭:৪২ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সকাল ১১:২৭:৪২ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সুন্দরবনে বেড়েই চলেছে মৃত প্রাণির সংখ্যা

৩ জুন ২০২৪ দুপুর ১২:০৩:০৬

সুন্দরবনে বেড়েই চলেছে মৃত প্রাণির সংখ্যা

বাগেরহাট প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব লন্ডভন্ড সুন্দরবনে বন্যপ্রাণির মৃতদেহের সংখ্যা বেড়েই চলেছে। ২ জুন রোববার সন্ধ্যা পর্যন্ত সুন্দরবনের অভ্যন্তরসহ বিভিন্ন নদ-নদী ও চর থেকে ১৩৪টি বন্যপ্রাণির মৃতদেহ উদ্ধার করেছে বনরক্ষীরা।

উদ্ধার করা মৃত এসব বন্যপ্রাণির মধ্যে রয়েছে ১৩০টি হরিণ ও ৪টি বন্য শূকর। সুন্দরবনে একটানা ৩৬ ঘণ্টার অধিক সময় ধরে চলা এই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মারা যাওয়া এসব বন্যপ্রাণির উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বনরক্ষীরা।

উদ্ধার করা এসব বন্যপ্রাণীর মৃতদেহ ম্যানগ্রোভ এই বনের মধ্যে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো জানান, সুন্দরবনে ৩৬ ঘণ্টার অধিক সময় ধরে তাণ্ডব চালায় ঘূণিঝড় রেমাল। এসময় ৬ থেকে ৮ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হয় সুন্দরবন। দীর্ঘসময় ধরে সুন্দরবনর জলমগ্ন থাকায় বন্যপ্রাণির হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড় শেষ হওয়ার পর গত পাঁচদিনে সুন্দরবনের কটকা, কচিখালী, দুবলা, ডিমেরচর, পক্ষীরচর, শেলারচর, নীলকমল, নারিকেলবাড়িয়া ও জ্ঞানপাড়াসহ বনের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১৩০টি হরিণ ও ৪টি বন্যশূকরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে ১৮টি হরিণ ও একটি অজগর সাপ। আহত প্রাণিদের চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কুষ্টিয়ায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক
১৫ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৪৪:১২