সিলেট প্রতিনিধি: সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। ৫ জুন বুধবার নানা আয়োজনে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদফতরের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্য সামনে রেখে সকাল সাড়ে ১০ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানব সম্প্রদায় ও প্রাণিকূলের অস্তিত্বের জন্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই।
তিনি বলেন, বিজ্ঞানের সাফল্যের কারণে আমরা সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে পারছি। কিন্তু, বিজ্ঞান পৃথিবীর কোন মৌলিক কোন বস্তু আবিষ্কার করতে পারে নি। সিলেট অঞ্চল হলো পাহাড়, টিলা, নদী-নালা বেষ্টিত এক নির্মল প্রকৃতির আধার। সমাজের এক শ্রেণির অপরাধী চক্র নিজের আর্ক লাভের হীন উদ্দেশ্যে প্রকৃতিকে ধ্বংস করছে। তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিতের মাধ্যমে প্রকৃতিকে বাসযোগ্য রাখতে হবে।
সিলেট সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক একেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, ডিআইজি সিলেটের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. আল-জুনায়েদ।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল।
আলোচনা সভা শেষে পরিবেশ অধিদফতর কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন, স্লোগান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available