• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:৪৯:৪১ (21-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:৪৯:৪১ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

ফিচার

মিষ্টি জাতের কমলা চাষে সফল খোকসার মনিরুল

৮ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:০৬:০৪

মিষ্টি জাতের কমলা চাষে সফল খোকসার মনিরুল

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: ইউটিউব দেখে কমলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার এক তরুণ উদ্যোক্তা মনিরুল ইসলাম। প্রতিদিন তার বাগান দেখতে ভিড় করেন অনেক মানুষ। সুমিষ্ট এই ফল চাষে অপার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ।

প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসেন মনিরুল ইসলামের কমলা বাগান দেখতে। কমলার আকার, রঙ ও রস দেখে খুশি তারা।

কমলা বাগান দেখতে এসে মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রূপালী ঘোষ জানান, এতো সুন্দর একটি বাগান, মনে হচ্ছে আমরা বিদেশে কোথাও আছি। কমলার স্বাদও চামৎকার। আসলে ন্যাচারল খাবার খাওয়ার মজাই আলাদা।

উপজেলার এক্তারপুর এলাকা থেকে কমলা বাগান দেখতে আসা ভিক্টর বিশ্বাস জানান, ফেসবুক থেকে বাগানটা সর্ম্পকে জেনেছি। তাই এখানে বেড়াতে এলাম। এই বাগানটা দেখতেও খুব সুন্দর এবং কমলাগুলো খেতে খুব মজার।

কমলা বাগানের শ্রমিক মনছের আলী বলেন, শিক্ষিত যুবকরা চাকরির পেছনে না ছুটে কৃষিতে মনযোগ দিলে ভালো আয় করা সম্ভব। আমিও কমলা বাগান করার সিদ্ধান্ত নিয়েছি। তাই এ বাগানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করছি। তবে কৃষি বিভাগ যদি পাশে থাকে তাহলে কমলা চাষিরা আরো উপকৃত হবে।

উদ্যোক্তা মনিরুল জানান, ইউটিউব দেখে ২০২০ সালে ২ বিঘা জমিতে বিষমুক্ত ফল আবাদের পরিকল্পনা করি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ১০ বিঘা জমিতে রয়েছে চায়না কমলা চাষ। চলতি মৌসুমে এরই মধ্যে এক লক্ষ টাকার ফল বিক্রি হয়েছে। আরও অন্তত ১০ লক্ষ টাকার ফল বিক্রির সম্ভাবনা আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
২১ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৪২:৪১







সিলেটে ৩ কোটি ২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৫:৪০

মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৫৫