• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২৮:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২৮:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

খেলা

ব্রাজিলকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

২৫ নভেম্বর ২০২৩ সকাল ০৮:০৩:১২

ব্রাজিলকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে জয়ের মাধ্যমে তারা সেমিফাইনাল নিশ্চিত করলো। সেমিতে প্রতিপক্ষ জার্মানি। একই দিনে অপর ম্যাচে তারা হারিয়েছে স্পেনকে।

এর আগে আর্জেন্টিনা ৫বার কোয়ার্টার ফাইনাল খেলেছিলো। সবশেষ খেলে ২০১৩ সালে। কিন্তু কোনোবারই শেষ আটের গণ্ডি পেরুতে পারেনি তারা। এই প্রথম তারা সেমিফাইনালে জায়গা করে নিলো। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল এবারও এসেছিলো শিরোপা ধরে রাখার লরাইয়ে। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে শেষ ৮ থেকেই বিদায় নিতে হলো তাদের।

ম্যাচের ২৮ মিনিটেই এচেভেরি আর্জেন্টিনার পক্ষে প্রথম গোল করেন। দাইলান গোরোসিতোর বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে গোলপোস্টের বাম কর্নারের উপরের অংশ দিয়ে জালে জড়ান তিনি। তার গোলে এগিয়ে থেকেই মধ্যহ্ন বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরেই আরও একটি গোল করেন এচেভেরি। এ সময় ভ্যালেন্তিনো আকুনার বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের সামনে পেয়ে ভেতরে ঢোকেন। এরপর ডানদিকে এগিয়ে কঠিন অ্যাঙ্গেল থেকে কোনাকুনি শট নিয়ে জালে জড়ান। ৭১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এচেভেরি। এ সময় ব্রাজিলের গোলরক্ষককে একা পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান তিনি। এই গোলে তাকে সহায়তা করেন অগাস্টিন রুবের্তো।

শেষ পর্যন্ত এচেভেরির তৃতীয় গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করে জুনিয়র আলবিসিলেস্তারা।

ফাইনালে যাওয়ার লক্ষ্যে মঙ্গলবার জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কেমন জীবন সঙ্গী চেয়েছিলেন ঐশ্বরিয়া?
২১ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩৯:৫১