• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ১০:২৬:০৭ (31-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ১০:২৬:০৭ (31-Mar-2025)
  • - ৩৩° সে:

খেলা

সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়ে বাংলাদেশের জয়

৪ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৩:১৭

সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়ে বাংলাদেশের জয়

খেলা ডেস্ক: সফরকারী সিঙ্গাপুরকে  ৮ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। একটি করে গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন, সানজিদা আক্তার, জাপানি বংশোদ্ভত সুমায়া মাতসুমি ও জুনিয়র শামসুন্নাহার।

প্রথমার্ধেই বাংলাদেশ তিন গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরো ৫ গোল করে স্বাগতিকরা।  ৮ গোলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল পঞ্চমটি।

ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা ৬২ মিনিটে বক্সের মধ্যে বাঁ পায়ে অসাধারণ শটে বল জালে পাঠান। এর পাঁচ মিনিট আগে হওয়া গোলেও অবদান ছিল তার। অধিনায়ক সাবিনা খাতুন ম্যাচজুড়ে বেশ কয়েকটি গোল মিস করেন। পরে তিনি অবশ্য ৭৪ মিনিটে গোল করেছেন।

এই ম্যাচেও হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন তহুরা। ৭০ মিনিটে ঋতুপর্ণার পাসে তহুরা গোল করলেও অফ সাইড হয়।

৭৫ মিনিটে স্কোরলাইন ৬-০ হওয়ার পর বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু বেশ কয়েকটি পরিবর্তন আনেন। গোলরক্ষক রুপ্না, ফরোয়ার্ড তহুরা, মারিয়া ও শামসুন্নাহারকে উঠিয়ে নেন। খেলোয়াড় বদল হলেও বাংলাদেশের গোল উৎসব থামেনি।

৮৬ মিনিটে বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার সুমাইয়া মাতসুমি বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন। ইনজুরি সময়ে শামসুন্নাহার একটি গোল করলে স্কোরলাইন হয় ৮-০ হয়।

ম্যাচে সিঙ্গাপুর তেমন আক্রমণ করতে পারেনি। প্রথমার্ধের ১৪ মিনিটে নুর সাওয়াজিনির শট রুপ্না ভালোমতোই সেভ করেন।

দ্বিতীয়ার্ধে তেমন কিছুই করতে পারেনি সফরকারী দল। ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল সিঙ্গাপুরের জার্মান লিগে খেলা ফুটবলার ডানেলে। সতীর্থরা তাকে সেভাবে বল যোগান দিতে পারেনি। পাশাপাশি বাংলাদেশের ডিফেন্ডার আফিদা তাকে ভালোমতো আটকে রাখতে সক্ষম হয়েছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জ্বালানি তেলের দাম নির্ধারণ
৩১ মার্চ ২০২৫ রাত ০৮:০১:২২

ফতুল্লায় যুবককে গুলি করে হত্যা
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:৪৮


৭ দিনে যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩৯


ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:২৫:৫৩


নারায়ণগঞ্জে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত
৩১ মার্চ ২০২৫ বিকাল ০৪:৫৬:৫৮