• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২৩:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২৩:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

খেলা

মাঠে ফিরছেন লিওনেল মেসি

৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৬:৫৪

মাঠে ফিরছেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক: মাঠে ফিরছেন পেশিতে চোট পেয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা জনপ্রিয় ফুটবল তারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছে ইন্টার মায়ামি ফুটবল ক্লাব। পোস্টে তারা লিখেছে, ‘তিনি ফিরছেন।’

হ্যামস্ট্রিং চোটের কারণে এমএলএসের কয়েকটি ম্যাচ খেলেননি। খেলতে পারেননি আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচেও। তাকে নিয়ে ইন্টার মিয়ামি কোচ জেরার্ডো মার্তিনো জানিয়েছিলেন, তাদের ভাবনায় কনকাকাফ। আর্জেন্টাইন তারকার আপাতত আর কোনো ব্যথা কিংবা অস্বস্তি নেই বলে জানিয়েছে ইন্টার মিয়ামি। তাই খুব শিগগিরই মাঠে নামতে যাচ্ছেন মেসি।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে আগামী ১৭ এপ্রিল মন্টেরেরির মুখোমুখি হবে মিয়ামি। এই ম্যাচেই মাঠে নামতে পারেন মেসি। তার আভাস দিয়েছে মিয়ামি।

মন্টেরেরির বিপক্ষে ম্যাচের আগেই আগামীকাল ভোরে মেজর লিগ সকারে (এমএলএসে) খেলতে নামছে মিয়ামি। কলোরাডোর বিপক্ষে সেই ম্যাচটিতে মেসি খেলবেন কি না এখন সেই জল্পনা চলছে। মিয়ামির ঘোষিত স্কোয়াডেও রাখা হয়েছে তাকে। মেসির ম্যাচ খেলার ফিটনেস নিয়ে ধারণা পেতে অন্তত ১০ মিনিট খেলানোর কথা জানিয়েছেন ইন্টার মিয়ামির সহকারী কোচ জাভি মোরালেস।

মেসির খেলা প্রসঙ্গে মোরালেস বলেন, ‘সে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। আমরা দেখব আজ সে কেমন বোধ করে, এরপর শনিবারের (বাংলাদেশ সময় রোববার ভোরে) ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেব। সেই ফিজিওর সঙ্গে এবং মাঠে প্রতিদিন অনুশীলন করছে। কখনো কখনো বিষয়টা নির্ভর করে সে কেমন বোধ করছে তার ওপর। সে অনুশীলন চালিয়ে যাচ্ছে।’

তিনি আর বলেন, ‘আমরা দেখব অনুশীলনে সে কেমন বোধ করে। যদি সে ভালো বোধ করে, আমি নিশ্চিত যে টাটা (কোচ জেরার্দো মার্টিনো) তাকে বিবেচনায় নেবে, সেটা যদি ১০, ১৫ বা ৪৫ মিনিটের জন্য হয় তবুও। আমরা তাকে পেতে চাই। তার জন্য আমরা সর্বোচ্চটা করব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কালকের ম্যাচের ওপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব, এরপর বুধবার কী হবে দেখা যাবে।’

মেজর লিগ সকারের ম্যাচে কলোরাডো র‌্যাপিডসের বিপক্ষে খেলতে নামবে ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় রোববার ভোর ৫টা ৩০ মিনিটে চেস স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কেমন জীবন সঙ্গী চেয়েছিলেন ঐশ্বরিয়া?
২১ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩৯:৫১



ইনস্টাগ্রাম নিয়ে যা বললেন নেহা
২১ নভেম্বর ২০২৪ সকাল ১১:২০:৫২