নওগাঁ প্রতিনিধি: খেলাধুলার চর্চা বাড়ানোর আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, প্রকৃত খেলাধুলা ফিরিয়ে নিয়ে আসতে এবং মাদক ও মোবাইলের প্রতি আসক্ত কমাতে খেলাধুলার কোনও বিকল্প নেই।
খাদ্যমন্ত্রী বলেন, ফুটবল খেলোয়ার তৈরি করার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তুর পর্যন্ত শুরু করেছে। প্রধানমন্ত্রী মৃতপ্রায় ফুটবল অঙ্গণকে জাগিয়ে তোলেন। এর ফলশ্রুতিতে তৃণমূল থেকে অনেক মেধাবি খেলোয়াড় তৈরি হয়েছে।
২৬ মে শুক্রবার বিকেলে নওগাঁ স্টেডিয়াম মাঠে ‘আব্দুল জলিল গোল্ডকার্প ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে খাদ্যমন্ত্রী একথা বলেন। টুর্নামেন্টের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।
খাদ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর নওগাঁ স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন হচ্ছে। নওগাঁ বাসীকে একটা আধুনিক স্টেডিয়াম উপহার দেওয়া হবে। খেলাধুলার মাধ্যমে জেলা প্রশাসক তা রক্ষা করবেন। তবে গরু চরিয়ে তা রক্ষা করলে হবে না।
দর্শকদের খেলা দেখতে মাঠে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এক সময় ফুটবল খেলা উঠে গিয়েছিল। গ্রামে-গঞ্জে মহিলা ও পুরুষ দলে এখন অনেক খেলোয়ার তৈরি হয়েছে।
আয়োজকরা জানান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিল স্মরণে তৃতীয় বারের মত ‘আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
নওগাঁ জেলা দল এবং রাজশাহী কিশোর ফুটবল একাডেমি অংশ গ্রহণ করে। খেলায় নওগাঁ জেলা দল ৩-১ গেলে রাজশাহী কিশোর ফুটবল একাডেমিকে পরাজিত করে।
নওগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল শাহরিয়ার রাসেল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available