পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: খুলনায় বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে বিভাগীয় অনুর্ধ্ব-১৭ দলের নারী ফুটবলারদের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে পাথরঘাটায় মানববন্ধন করেছে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)।
১০ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় পাথরঘাটা প্রেসক্লাবে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি কানিজ ফাতিমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদদের প্রকল্প সমন্বয়কারী তাজমেরী জাহান ও এনএসএসের প্রজেক্ট অফিসার রুমা বেগম।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা শত প্রতিকূলতা মোকাবেলা করে খেলাধুলায় অংশ নিয়ে এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। নারী ক্রীড়াবিদদের বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের উদ্যোগ নিতে হবে।
অবিলম্বে খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available