• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২৯:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২৯:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

খেলা

নেইমারের নতুন গন্তব্য সৌদি আরবের আল-হিলাল

১৬ আগস্ট ২০২৩ সকাল ০৮:০২:৪৬

নেইমারের নতুন গন্তব্য সৌদি আরবের আল-হিলাল

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের ইউরোপ ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই । অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। দিয়েছেন আনুষ্ঠানিক ঘোষণা। ইউরোপের ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিযেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

১৫ আগস্ট মঙ্গলবার নেইমারকে তাদের দলে টানার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে সৌদি প্রো লিগের এই দলটি।

এর আগে, সৌদি আরবে নেইমারের যাত্রার খবর নিশ্চিত করে বিবিসি জানিয়েছিল, নেইমারের জন্য পিএসজিকে ৯ কোটি ইউরো দেবে আল-হিলাল।

জানা গেছে, আল-হিলালের সঙ্গে নেইমারের দুই বছরের চুক্তি হয়েছে। যার মেয়াদ থাকবে জুন ৩০, ২০২৫ পর্যন্ত। বার্সা থেকে পিএসজিতে এসে দশ নম্বর জার্সি পেয়েছিলেন নেইমার। এবার প্যারিস ছাড়লেও তার জার্সি নম্বরে পরিবর্তন আসছে না। আল-হিলালেও দশ নম্বর জার্সি পাবেন নেইমার।

পিএসজিতে বছরে আড়াই কোটি ইউরো বেতন পেতেন নেইমার। আল হিলালে মৌসুমপ্রতি ১৬ কোটি ইউরো পাবেন, এমনটিই শোনা যাচ্ছে।

এদিকে, নেইমারকে আল হিলাল কী কী ব্যক্তিগত সুবিধা দেবে তার একটা তালিকা সামনে এনেছে ফুটমারকেতো। সেখানে নেইমারের দেওয়া শর্ত দেখে চক্ষু চড়কগাছ হবে যে কারও। আল হিলালের কাছে যাতায়াতের জন্য একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন নেইমার।

এছাড়া নেইমারের শর্ত আছে আরও। প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সৌদি আরবে থাকতে চান নেইমার। দেশটিতে বিবাহবহির্ভূতভাবে নারী-পুরুষ একই ছাদের নিচে থাকা কঠোরভাবে নিষিদ্ধ হলেও নেইমারের বেলা সে নিয়ম কার্যকর থাকছে না বলেই ধারণা করা হচ্ছে। কেননা, এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ে করা ছাড়াই একসঙ্গে থাকার অনুমতি দিয়েছিল দেশটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কেমন জীবন সঙ্গী চেয়েছিলেন ঐশ্বরিয়া?
২১ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩৯:৫১