• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২৮:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২৮:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লংগদুর গুলশাখালীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৮ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৩:২৪:২৮

লংগদুর গুলশাখালীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এ শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদুতে গুলশাখালী যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ১৭ সেপ্টেম্বর রোববার বিকেল ৩টায় গুলশাখালী বর্ডার গার্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখার একটি হাতিয়ার। তবে খেলা করার সময় নিজে সচেতন থেকে খেলতে হবে। যাতে করে খেলা খেলতে গিয়ে নিজের জীবনের চলার পথে বিঘ্ন না ঘটে।

এসময় আরও উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্টের আহ্বাক রাকিব হাছান, সদস্য সচিব মাসুদ রানা, সদস্য জিয়াউল হক, গুলশাখালী বর্ডারগার্ড কলেজের প্রিন্সিপাল ফজলুলহক, গুলশাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার হেলাল উদ্দীন, সমাজ সেবক ফজর আলীসহ স্থানীয়রা।

টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বাক রাকিব হাছান বলেন, ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি টিমের অংশগ্রহণের মধ্যে দিয়ে খেলা শুরু হয়েছে। এলাকার যুব সমাজ যেনো মাদক ও বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ করে এ ফুটবল খেলার আয়োজন করেছি। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কেমন জীবন সঙ্গী চেয়েছিলেন ঐশ্বরিয়া?
২১ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩৯:৫১