নিজস্ব প্রতিবেদক: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৫ জন।
১৮ সেপ্টেম্বর বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ৮টা পর্যন্ত হিসাব জানানো হয়েছে এ বিজ্ঞপ্তিতে।
সবশেষ যে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের সবাই ঢাকা সিটি করপোরেশনের বাসিন্দা। এদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটির এবং তিনজন ঢাকা উত্তর সিটির। এ ছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ৩৯৩ জন এ দুই সিটি করপোরেশনের বাসিন্দা। এ ছাড়া ঢাকার আশপাশে ১২১ জন, চট্টগ্রামে ১৪৫ জন, খুলনায় ৯৪ জন, বরিশালে ৪৬ জন, রংপুরে ২৮ জন, রাজশাহীতে ২০ জন এবং ময়মনসিংহে ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সবশেষ ২৪ ঘণ্টায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available