বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর এলাকার এক অসহায় দরিদ্র পিতার পাশে দাঁড়িয়েছেন বনপাড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল ইসলাম।
জানা যায়, বনপাড়া পৌর এলাকার এক অসহায় দরিদ্র ব্যক্তির স্ত্রীকে প্রসব বেদনা অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান, পরে গর্ভবতী স্ত্রীর সিজারিয়ানের মাধ্যমে একটি ফুটফুটে নবজাতকের জন্ম হয়। আকস্মিক এমন পরিস্থিতিতে হাসপাতালের বিল, ঔষধপত্রসহ আনুষঙ্গিক খরচ যোগাতে প্রায় অসহায় হয়ে পড়েন ওই নবজাতক সন্তানের অসহায় পিতা।
এই খবর বনপাড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল ইসলাম জানতে পেরে সহযোগিতার হাত বাড়ান। নবজাতকের পরিবারের জন্য মিষ্টি ও ফলমূল নিয়ে পৌরসভার স্টাফসহ নবজাতককে দেখতে তিনি হাসপাতালে উপস্থিত হন। এসময় সাবেক কাউন্সিলার মনির হোসেন সঙ্গে ছিলেন। হাসপাতালে গিয়ে তিনি ব্যক্তিগতভাবে ও বনপাড়া পৌরসভার পক্ষ থেকে অসহায় পরিবারটিকে আর্থিক সহযোগিতাও করেন।
পৌর প্রশাসকের কাছ থেকে এমন সহযোগিতা পেয়ে নবজাতকের পিতা আবেগ আপ্লুত কণ্ঠে জানান, হঠাৎ এত খরচের কথা শুনে দিশেহারা হয়ে পড়েছিলাম, আমাদের এসি ল্যান্ড স্যার এই দুঃসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি এবং আমার স্ত্রী তার কাছে চির কৃতজ্ঞ হয়ে থাকবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available