স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: মানিকগঞ্জে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী নন্দীনি রানী সরকারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৩১ জানুয়ারি শুক্রবার বিকেলে তারেক রহমানের নির্দেশে তার প্রতিনিধি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল নন্দীনির বাড়িতে গিয়ে তাকে মেডিকেলে পড়াশোনার বই ও নগদ অর্থ সহায়তা করেন।
মেধাবী নন্দীনি মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড গ্রামের ইজিবাইকচালক অনিল চন্দ্র সরকারের মেয়ে। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৩৩তম স্থান পেয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মেয়ের এমন সাফল্যে পরিবারের সবাই খুশি হলেও মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নিতে দুশ্চিন্তায় ছিল নন্দীনির পরিবার। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি নন্দীনির পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেন।
এ সময় জেলা ড্যাবের সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সাইফুল আলম বাদশা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল বলেন, বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ার পর তিনি আমাদের নন্দীনিদের বাড়িতে পাঠিয়েছেন এবং নন্দীনির পাশে দাঁড়িয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের তত্ত্বাবধানে ছাত্রদলের একটি দল মেডিকেলে উত্তীর্ণ হওয়া নন্দীনি রানী সরকার ও তার পরিবারের সঙ্গে সাক্ষাত করে। শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের পাশে থেকে ছাত্রদল সব সময় কাজ করে যাচ্ছে।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা বলেন, মেধাবী নন্দীনির জন্য জেলাবাসী গর্বিত। তার বিষয়ে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে, তিনি আমাদের নন্দীনির বাড়িতে পাঠিয়েছেন, সহায়তা করেছেন। তারেক রহমান তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available